সিলেটে চোরাকারবারিদের হামলা ঠেকাতে বিজিবির গুলি, যুবক নিহত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় চোরাকারবারিদের হামলা ঠেকাতে গুলি চালিয়েছেন বিজিবির সদস্যরা। এ সময় গুলিতে আলমাস উদ্দিন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। হামলায় এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালিদাড়া কান্দির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আলমাস উদ্দিন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল (পূর্ব) গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুরাইঘাট বিওপির চারজন বিজিবি সদস্য মোটরসাইকেল যোগে টহল কার্যক্রমে ছিলেন। টহল চলাকালে কী কারণে গুলি ছোড়া হয়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আলমাস উদ্দিন। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
প্রথমে নিহতের মরদেহ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হিল্লোল সাহা ঢাকা পোস্টকে বলেন, আজ সকালে গুলিবিদ্ধ একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পাই। ভিকটিমের শরীরে তিনটি গুলির ছিদ্র ছিল, যার মধ্যে একটি গুলি মাথায় লেগেছিল।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পায় জৈন্তাপুর থানা পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিকেলে বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্তিখাল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে যায়। অভিযান চলাকালে একটি অবৈধ পণ্যবাহী পিকআপ আটক করলে অজ্ঞাতনামা একদল সশস্ত্র চোরাকারবারি দেশীয় ধারালো অস্ত্র, দা, বল্লম, লাঠিসোঁটাসহ টহল দলের ওপর আকস্মিকভাবে হামলা চালায় এবং আটককৃত মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সরকারি সম্পদ ও টহল সদস্যদের জানমাল রক্ষার্থে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ৪-৫ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। হামলায় এক বিজিবি সদস্য গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,,ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনাটি তদন্তে প্রশাসন কাজ শুরু করছে।
মাসুদ আহমদ রনি/আরএআর