রাজশাহী বিভাগে লাফিয়ে বাড়ছে মহামারি করোনার সংক্রমণ। সেই সঙ্গে বেড়েই চলেছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় শনাক্ত হয়েছেন ৭৯৯ জন। এই এক দিনে প্রাণ হারিয়েছেন ১৩ জন। এ নিয়ে বিভাগে সংক্রমণ দাঁড়াল ৪৮ হাজার ৫৬ জনে। আর ৭৩৯ জনে দাঁড়াল প্রাণহানি।

সোমবার (২১ জুন) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাসিমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ৩৭২ জনের করোনা শনাক্ত হয়েছে রাজশাহী জেলায়। এই জেলায় এক দিনে করোনায় প্রাণহানির খবর নেই। এক দিনে বগুড়ায় ৫ জনের প্রাণ নিয়েছে করোনা। বগুড়ায় করোনা শনাক্ত হয়েছে ৮৪ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জয়পুরহাটে ৯১, নাটোরে ৭৭, চাঁপাইনবাবগঞ্জে ৬১, নওগাঁয় ৫৪, পাবনায় ৪৮ এবং সিরাজগঞ্জে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এক দিনে ৩ নওগাঁয় তিনজন, নাটোর ও জয়পুরহাটে দুজন করে এবং চাঁপাইনবাবগঞ্জে একজন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৭৬২ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে এসেছেন ৮৯ জন। বিভাগে এ পর্যন্ত করোনাজয় করেছেন ৩৫ হাজার ৫৭৫ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ ১৪ হাজার ৫৪০ জনের করোনা শনাক্ত হয়েছে রাজশাহী জেলায়। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৮৩ জন। মহামারিতে এই জেলায় প্রাণ হারিয়েছেন ১২৪ জন।

বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ১২ হাজার ৯৬৫ জনের করোনা ধরা পড়েছে বগুড়ায়। এর মধ্যে সুস্থ হয়েছেন বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ২০৬ জন। বিভাগে সবচেয়ে বেশি ৩৪৮ জনের প্রাণহানি ঘটেছে বগুড়ায়।

সিরাজগঞ্জে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ২৩ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৯১ জন। এই জেলায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। ৩ হাজার ৬৫০ জনের করোনা শনাক্ত হয়েছে নওগাঁয়। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪২৩ জন। এই জেলায় ৬৪ জনের প্রাণ নিয়েছে করোনা।

পাবনায় করোনা ধরা পড়েছে ৩ হাজার ৬৩৫ জনের। এরই জেলায় প্রাণ হারিয়েছেন ২২ জন। করোনাজয় করেছেন পাবনার ৩ হাজার ৩৭২ জন। ৩ হাজার ৬০৪ জনের করোনা ধরা পড়েছে চাঁপাইনবাবগঞ্জে। এরমধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩০৪ জন। এই জেলায় ৯১ জনের প্রাণ নিয়েছে করোনা।

জয়পুরহাটে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮২১ জনের। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২০ জন। করোনাজয় করেছেন এই জেলার ১ হাজার ৭৩৮ জন। 

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর