নওগাঁয় এনসিপির জেলা আহ্বায়ক রুবেল চৌধুরী, সদস্যসচিব দিপু
ছবি : আহ্বায়ক (বামে), সদস্যসচিব (ডানে)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নওগাঁ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মাহফুজার রহমান চৌধুরী রুবেলকে আহ্বায়ক এবং খন্দকার তারিকুল ইসলাম দিপুকে সদস্যসচিব করে ৭৫ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
রোববার (২ নভেম্বর) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞাপন
নতুন এই আহ্বায়ক কমিটিকে আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এতে ৯টি মূল পদ এবং ৫১ জন সদস্য রাখা হয়েছে। আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোজাহারুল হক, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, আখিয়ার পরাগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মান্নান, মো. জিয়াউর রহমান, মো. গোলাম রাব্বানী ও এস. এম. জাহিদ রাব্বানী রশিদ।
সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন খায়রুজ্জামান প্রভাত। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন সুজন কুমার মণ্ডল, তৌফিকুর তপু, আব্দুল হান্নান, মো. নুরুজ্জামান শেখ, তৌফিক আহমেদ তুলিন এবং রাহাত চৌধুরী।
বিজ্ঞাপন
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মঞ্জুরুল আহসান রনি, বিপুল হাসান শিবলু, সেলিম হোসেন, গোলাম মোস্তফা, আবু আসাদ নওসের আজম ও আকরাম হোসেন। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে অনুমোদন পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের শহিদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাহফিন শিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী।
এ বিষয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী রুবেল বলেন, নতুন দল হিসেবে এনসিপির জনপ্রিয়তা অন্যান্য দলের তুলনায় বেশি। দল এখন প্রাথমিক পর্যায়ে আছে। অল্প সময়ের মধ্যে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করে বিভিন্ন উপজেলায় কমিটি গঠন করা হবে। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাই এখন আমাদের মূল লক্ষ্য।
মনিরুল ইসলাম শামীম/এআরবি