নুর আলম মিয়া

রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর আলম মিয়া বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ২০২ ভোট পেয়েছেন।

১ হাজার ৬৫৯ ভোট কম পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী কাওসার হোসেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৪৩ ভোট।

এছাড়া চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ আলম (হাতপাখা) ৯৪৩ ভোট, জাতীয় পার্টির মিনহাজুল ইসলাম মিঠু (লাঙ্গল) ৬০৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মইনুদ্দিন ইসলাম বাবু (ঘোড়া) পেয়েছেন ১৬ ভোট।

সোমবার (২১ জুন) রাতে সোয়া ৯টায় ঢাকা পোস্টকে নির্বাচনের এ ফলাফল নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা মো. শোয়েব সিদ্দিকী। এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ শেষে ভোট গণনা করা হয়।

কল্যাণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫ জন প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে ১০টি কেন্দ্রের ৫২ বুথে ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। এই ইউনিয়নে ভোটার ১৮ হাজার ৮২২ জন। এরমধ্যে পুরুষ ৯ হাজার ৪৭৯ ও নারী ভোটার ৯ হাজার ৩৪৩ জন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।

ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর