সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ১১৬ নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা হিসেবে শনাক্তের হার ৪৩ দশমিক ১০ শতাংশ। এছাড়া ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছেন।
এনিয়ে সোমবার (২১ জুন) দুপুর ১২টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ৬১ জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ২৭৩ জন।
বিজ্ঞাপন
বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন, উপসর্গ নিয়ে ২০৯ জন। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা পজিটিভ চিকিৎসাধীন রয়েছেন তিনজন ও উপসর্গ নিয়ে আছেন ৩৯ জন।
সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, বর্তমানে কমিউনিটি ট্রান্সমিশন বেশি হচ্ছে। যত বেশি টেস্ট করা হবে তত বেশি কার্যকারিতা পাওয়া যাবে। আমরা আরটিপিসিআর, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও সিটি স্ক্যানের মাধ্যমে নমুনা পরীক্ষা করছি। তবে অ্যান্টিজেনে রিপোর্ট নেগেটিভ এলেও তা ইপিআরে পাঠালে পজিটিভ আসছে।
বিজ্ঞাপন
আকরামুল ইসলাম/এমএসআর