১০০ লাশ দাফন-সৎকার করল কোয়ান্টাম
করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। একই সাথে আরেকটি সংক্রট দেখা যায় করোনায় মারা যাওয়া মানুষের দাফন বা সৎকারে। তবে ধর্মীয় মর্যাদা ও স্বাস্থ্যবিধি মেনে দাফন-সৎকারের কাজ করছেন কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার স্বেচ্ছাসেবকরা।
গত বছর জুন থেকে খুলনায় করোনাভাইরাসে মারা যাওয়া মানুষের দাফন-সৎকারে কাজ করছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি। সোমবার (২১ জুন) পর্যন্ত কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার ব্যবস্থাপনায় ১০০ জনের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
স্বেচ্ছাসেবী এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খুলনায় ৭৯ জন, গোপালগঞ্জে ১১ জন, বাগেরহাটে তিনজন, নড়াইলে তিনজন এবং সাতক্ষীরায় চারজনের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে। খুলনা শাখা অফিসের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এ অঞ্চলের দাফন কার্যক্রম।
কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষিত ৬ শতাধিক স্বেচ্ছাসেবী খুলনাসহ দেশের ১৮টি কেন্দ্র থেকে সারাদেশে করোনায় মৃতদের দাফন/সৎকারের কার্যক্রম পরিচালনা করছে। খুলনায় ৩০ জনের একটি প্রশিক্ষিত টিম কাজ করছে। করোনায় মৃত মহিলা এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্যে রয়েছে আলাদা টিম।
বিজ্ঞাপন
কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার দাফন কার্যক্রমের সমন্বয়ক মুস্তফা আশরাফ সিদ্দিকী বলেন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি এবং ধর্মীয় ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের দাফনবিধি মেনে কাজ করে থাকি। নারীদের পর্দার বিধান মেনে দাফন কাফনের জন্যে ৯ সদস্যের প্রশিক্ষিত নারী টিম রয়েছে।
তিনি আরও বলেন, যারা ইতোমধ্যে ২৪টি লাশ দাফন করেছেন। আর সনাতনদের জন্যে সৎকারে দক্ষ ৬ সদস্যের একটি টিম রয়েছে। যারা সনাতন সৎকারবিধি মেনে পুরো কাজটি পরিচালনা করেন। এ পর্যন্ত ১০ জনের সৎকার সম্পন্ন করেছে এ টিম।
মুস্তফা আশরাফ সিদ্দিকী বলেন, করোনায় মৃতের দাফনসংক্রান্ত যেকোনো প্রয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার ০১৭৪০-৯৩৯৯৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
মোহাম্মদ মিলন/এমএসআর