জয়পুরহাট-২ আসন
মনোনয়ন বঞ্চিত ও দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া
জয়পুরহাট-২ আসনে মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও দলীয় প্রার্থী আব্দুল বারীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে গোলাম মোস্তফার দুইজন সমর্থক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আক্কেলপুর পৌর শহরের পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বিএনপি কর্মীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি থেকে জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) আসনে সাবেক আমলা আব্দুল বারীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকেরা ক্ষুব্ধ হন। মোস্তাফার অনুসারীরা ডিসি বারীকে ‘অতিথি পাখি’ অ্যাখ্যা দিয়ে তার দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে গত দুই দিন ধরে বিক্ষোভ ও মশাল মিছিল করছেন। এরই ধারাবাহিকতায় মনোনয়নবঞ্চিত মোস্তফার কর্মী-সমর্থকেরা বৃহস্পতিবার আক্কেলপুর পৌরশহরে বিক্ষোভ মিছিলের কর্মসূচির ঘোষণা দেন।
তারা সকাল ১০টার পর উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। বেলা সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দলীয় প্রার্থী আব্দুল বারীর পক্ষে আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা সেখানে যান। তারা ধানের শীষের প্রার্থীর পক্ষে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এতে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে তারা গোলাম মোস্তফার কর্মী-সমর্থকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করেন। এরপর গোলাম মোস্তফার কর্মী-সমর্থকেরা শহরের সোনামুখী ব্রিজের পূর্ব পাশে গিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে যায়। এ ঘটনায় গোলাম মোস্তফার পক্ষের নেতা আপেল মাহমুদ বকুল এবং আইয়ুব আলী আহত হন। তারা দুজন প্রাথমিক চিকিৎসা নেন।
বিজ্ঞাপন
মনোনয়ন বঞ্চিত গোলাম মোস্তফার কর্মী আপেল মাহমুদ বকুল বলেন, দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে বিএনপির জন্য রাজপথে গোলাম মোস্তফা আন্দোলন-সংগ্রাম করেছেন। আমরা অনেক জুলুম নির্যাতন সহ্য করেছি। আমাদের প্রত্যাশা ছিল এবার আমাদের নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা মনোনয়ন পাবেন। কিন্তু তাকে বঞ্চিত করে একজন অরাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে আব্দুল বারী সাহেবের কর্মী-সমর্থকেরা লাঠিসোটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ আরও একজন আহত হয়েছি। আমরা ডিসি বারীর মনোনয়ন বাতিল দাবি করছি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা বলেন, আজ হঠাৎ করে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে কয়েকজন বিক্ষোভ করার চেষ্টা করছিলেন। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। আমরা সবাই ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ আছি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে খাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। কেউ থানায় অভিযোগ করেননি।
চম্পক কুমার/আরকে