শরীয়তপুরের জাজিরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নের হাজী তাহের মল্লিকের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- হাজী তাহের মল্লিকের কান্দি এলাকার আবু নাঈমের ছেলে সিয়াম (৩) ও একই এলাকার দুলাল মল্লিকের ছেলে আবদুল্লাহ (৪)। সম্পর্কে তারা মামা-ভাগনে। একসঙ্গে খেলা করতো।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের অগোচরে দুই শিশু বাড়ির পেছনের খোলা জায়গায় খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরঘাটের দিকে চলে যায় এবং সেখানেই পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর দুই শিশুকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে নেমে খোঁজ করার সময় শিশু দুটির নিথর দেহ পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। 

স্থানীয় বাসিন্দা বাদশা শেখ বলেন, একসঙ্গে খেলা করতো ওরা। আজ দুজনকেই একই সঙ্গে হারাতে হলো। এই দৃশ্য চোখে দেখা যায় না।

নিহত সিয়ামের বাবা আবু নাঈম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সিয়াম তো সবে কথা শিখছিল। আমি ওকে আর জড়িয়ে ধরতেও পারলাম না।

নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ঢালী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এমন দুর্ঘটনা রোধে শিশুদের নজরদারিতে পরিবারের পাশাপাশি এলাকাবাসীকেও আরও সতর্ক হতে হবে।

নয়ন দাস/আরএআর