শেরপুর পৌরসভার সাবেক মেয়র মোহন আর নেই
শেরপুর পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান মোহন (৭৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২১ জুন) রাত ২টায় শেরপুর জেলা শহরের বাগরাকসা মমিনবাগ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
মেয়র লুৎফর রহমান মোহনের ভাতিজা তৌহিদুর রহমান পাপ্পু ঢাকা পোস্টকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাচা রাতে বাথরুমে যাওয়ার পর হঠাৎ স্ট্রোক করে মারা যান। তার নামাজে জানাজা বাদ জোহর শেরপুর পৌর শহরের মৈত্রবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
লুৎফর রহমান মোহনের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, জেলা শহরের শিল্প প্রতিষ্ঠান জেঅ্যান্ডএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন (করবাহাদুর), শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদ, শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদুল খান সৌরভ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ শোক প্রকাশ করেছেন।
জাহিদুল খান সৌরভ/এসপি
বিজ্ঞাপন