চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দূর্বৃত্তের গুলিতে রুহুল আমিন নামে সিটি গ্রুপের বেঙ্গল কোম্পানির এক এসআর নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার ১৫নং রূপসা ইউনিয়নের রুস্তমপুর সংলগ্ন সমিতির পোলের গোড়ার কাছে এ ঘটনা ঘটে।

নিহত  রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড পূর্ব বড়ালী  গ্রামে মাহমুদ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানা পুলিশ ।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাড়ি বাড়ি জামে মসজিদের ইমাম মো. কাউসার বলেন, “রাত সাড়ে ১০টার দিকে আমি দোকানের সামনে বসে ছিলাম। হঠাৎ গৃদকালিন্দিয়া সড়ক দিক থেকে দ্রুতগতিতে একজন লোক দৌড়ে এসে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করে। পরে লোকটি রাড়ি বাড়ির ভেতরে ঢুকে যায়। তার পেছন পেছন একটি জিক্সার মোটরসাইকেলে করে দুজন লোক ভেতরে ঢোকে। কিছুক্ষণ পরই তারা দ্রুত বের হয়ে পালিয়ে যায়।”
 
তিনি বলেন, “এসময় ব্রিজের পাশে মাছ ধরছিল সোহেল নামে এক যুবক। দুর্বৃত্তরা পালানোর সময় সোহেল তাদের বাধা দেয় এবং একজনকে টেঁটা দিয়ে আঘাত করে। তখন তারা সোহেলকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর কিছুটা দূরে পশ্চিম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রুহুল আমিন। ঘটনাটি মাত্র আধা মিনিটের মধ্যেই ঘটে যায়।” গুলির শব্দে মুহূর্তেই আশপাশের লোকজন ছুটে এসে ভিড় করে।”

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ডাকাতির ঘটনা নাকি পূর্ব শত্রুতার জেরে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।”

আনোয়ারুল হক/এমটিআই