চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের সবাই সদর উপজেলার বাসিন্দা। ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ৩১ জন, শিবগঞ্জের ১৩ জন, গোমস্তাপুরের আটজন ও নাচোল উপজেলার একজন রয়েছেন। 

মঙ্গলবার (২২ জুন) দুপুরে সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ২৯ দশমিক ৮৭ শতাংশ। র‌্যাপিড এন্টিজেন টেস্টে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সংক্রমণের হার ৮ দশমিক ৬৫ শতাংশ। এছাড়াও জিন এক্সপার্ট পরীক্ষায় তিনজনের নমুনার তিনজনেরই পজিটিভ রিপোর্ট এসেছে। সর্বমোট ৩৯২ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। সার্বিকভাবে ৩টি উপায়ে নমুনা পরীক্ষা করে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৫২ শতাংশ। 

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ঢাকা পোস্টকে জানান, চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৯২ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে ৫৩ জনের। চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ৬২৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১ জন। করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট মৃত্যু ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন দুইজন।

জেলায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ১ হাজার ২৩৮ জন। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ৭২টি বেডের বিপরীতে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা রোগী ভর্তি হয়েছেন ৭২ জন। 

সিভিল সার্জন বলেন, জেলায় করোনা শনাক্তের হার কিছুটা ঊর্ধ্বমূখী। জেলার করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাহিরেই আছে। জেলার মানুষ যদি সচেতন হয়ে সঠিকভাবে মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে করোনা নিয়ন্ত্রণে আসবে।

জাহাঙ্গীর আলম/আরএআর