জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই ভাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২২ জুন) বিকেলে উপজেলার কয়া বিওপির সদস্যরা তাদের আটক করে পাঁচবিবি থানায় সোপর্দ করেন।

আটকরা হলেন ফরিদপুর জেলা সদরের খোদাধর ডাঙ্গি গ্রামের হাকিম মন্ডলের দুই ছেলে মিজান (৩৯) ও লিটন (১৯)। ২০ বিজিবি কয়া ক্যাম্পের কমান্ডার রবিউল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঢাকা পোস্টকে বলেন, আটকরা দুই ভাই। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চম্পক কুমার/এমএসআর