রাজবাড়ীতে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
রাজবাড়ীতে ইটের দেয়াল ধসে চাপা পড়ে রোকন শেখ (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বিকেল ৩টার দিকে জেলা শহরের ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোকন ওই এলাকার মৃত আমজাদ শেখের ছেলে।
জানা যায়, সকাল থেকে মিজান নামে একজনের বাড়ির পাশ থেকে কয়েকজন শ্রমিক বালু নিয়ে আরেক স্থানে ফেলছিল। বিকেল ৩টার দিকে হঠাৎ বাড়ির দেয়াল ধসে পড়লে রোকন নামে এক শ্রমিক চাপা পড়েন। পরে স্থানীয়রা দেয়াল ভেঙে তাকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ। দেয়াল ধসে শ্রমিক মারা যাওয়ায় এটা একটি দুর্ঘটনা।
তিনি আরও বলেন, তবে বাড়ির মালিকের কোনো গাফিলতি থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
মীর সামসুজ্জামান/এমএসআর