সর্বক্ষেত্রে পিছিয়ে পড়া অঞ্চল রংপুর
রংপুরের কাঙ্খিত উন্নয়নে ‘তারুণ্যের চোখে রংপুর’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) বিকেলে পাবলিক লাইব্রেরি মাঠে রংপুরের তরুণ সমাজের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর-৩ সদর আসনে মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন।
এতে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস রহমান, কৃষি গবেষণা ইন্সটিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তাহেদ হোসেন ফায়ার, জান্নাতুল ফেরদৌস মানিক, যুব উন্নয়ন অধিদপ্তর রংপুরের সিনিয়র ইন্সট্রাক্টর মিজানুর রহমান মানিক, নীলফামারী সদর উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, সংগীত শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক অজয় নাথ, নারী উদ্যোক্তা শারমিন সুলতানা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার জায়েদ মোশাররফসহ অন্যরা।
বিজ্ঞাপন
সভায় বক্তারা বলেন, রংপুর একটি সম্ভাবনাময় অঞ্চল হলেও ক্ষমতাচ্যুত সরকারের আমলে উত্তরের এ জনপদকে পিছিয়ে রাখা হয়েছিল। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়নসহ সর্বক্ষেত্রে পিছিয়ে রংপুর অঞ্চল। রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। স্বাস্থ্যখাতে রংপুর চরম অবহেলিত। রংপুর কৃষি উৎপাদনে স্বয়ংসম্পন্ন হলেও শাক-সবজি সংরক্ষণাগার, আধুনিক ও তথ্য-প্রযুক্তি নির্ভর কৃষি উৎপাদন, কৃষি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেনি। বেকারদের কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণের ব্যবস্থা, বিসিক শিল্পনগরী, ইপিজেড গড়ে উঠেনি।
বক্তারা আরও বলেন, শিক্ষা-স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন নিয়ে রংপুরে যেসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলোও সঠিক পরিকল্পনার অভাবে অকার্যকর হয়ে পড়েছে। তরুণদের মতামতের ভিত্তিতে আগামীর রংপুর গড়তে তরুণদের প্রস্তাবনার মূল্যায়ন এখন জরুরি। জনগণের ভোটে বিএনপি আগামীতে সরকার গঠন করলে রাষ্ট্র সংস্কারের ৩১ দফার সাথে তরুণদের এ প্রস্তাবনাগুলো তরুণদের সম্পৃক্ত করে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে।
বিজ্ঞাপন
এ সময় আসন্ন সংসদ নির্বাচনে রংপুর-৩ সদর আসনে অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডনকে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।
মতবিনিময় সভায় রংপুরের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা রংপুরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাবনা তুলে ধরেন।
ফরহাদুজ্জামান ফারুক/এমএএস