সাভারের আশুলিয়ায় সীমা-শিমলা এন্টারপ্রাইজ নামে একটি শ্রমিকবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের উত্তর গাজীরচট এলাকায় এ ঘটনা ঘটে। 

বাসের মালিক মো. সেলিম ঢাকা পোস্টকে বলেন, আমাদের গাড়ি ডিইপিজেড এলাকায় শ্রমিক আনা নেওয়ার কাজে ব্যবহৃত হয়। বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে শ্রমিক নেওয়ার জন্য ডিইপিজেডে যাচ্ছিল। এ সময় আশুলিয়া থানা এলাকা পার হলে হঠাৎ বাসের পেছনে আগুন দেখে ড্রাইভার। পরে আমাকে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

এ ঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ মোস্তাফিজ ঢাকা পোস্টকে বলেন, সাড়ে ৪ টার দিকে উত্তর গাজীরচট এলাকায় চলন্ত বাসে আগুনের খবর আসে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

লোটন আচার্য্য/আরএআর