আশুলিয়ায় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সাভারের আশুলিয়ায় বহুতল ভবনের মেরামতের কাজ করার সময় দেয়াল ধসে মো. শফিকুল ইসলাম (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বাড়ইপাড়া এলাকার আলী হোসেন শিকদারের বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পাইকপাড়া গ্রামের সামাদ মিয়ার ছেলে। তিনি ওই এলাকার নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, সকাল থেকে ওই এলাকার নুরুল ইসলামের বাড়িতে ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষের দেয়াল ভাঙার কাজ করছিল শফিকুল। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ওই দেয়াল ধসে তার শরীরের ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদুল আলম ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হলে তার স্ত্রী থানার উদ্দেশ্যে রওনা করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
মাহিদুল মাহিদ/এসপি