ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী সুফিয়া বেগমকে (৬০) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী মজিবল হক (৭০)। এ ঘটনায় নিহতের ছেলে মো. রাজিব তার বাবাকে একমাত্র আসামি করে বোরহানউদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ মজিবল হককে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালও উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার কুতুবা ইউনিয়নের লক্ষীগ্রামে ভুক্তভোগীর বসতঘরের পাশের পুকুর থেকে কুড়ালটি উদ্ধার করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার ২০ নভেম্বর দুপুর পৌনে একটার দিকে ওই গ্রামের একই স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের কারণে মজিবল হক তার স্ত্রীকে কুড়াল দিয়ে হত্যা করেন। ঘটনার পরপরই রাজিব থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী অভিযানে রোববার বিকেলে ঘাতক স্বামীকে স্থানীয় মানিকারহাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আসামি মজিবল হককে গ্রেপ্তার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত কুড়ালটি তাদের বসতঘরের পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। হত্যার পর কুড়ালটি পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। এ ঘটনায় আসামিকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

খাইরুল ইসলাম/এআরবি