রাজধানীর মোহাম্মদপুরের স্মার্ট কিডস ইন্টারেক্টিভ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তাদের অংশগ্রহণে মিলনায়তন পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহসিন উদ্দিন। তিনি বলেন, শিশুদের সৃজনশীল বিকাশে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। একাডেমিক পাঠের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে বিশেষ ভূমিকা রাখে।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের ম্যানেজার মৌসুমী তুহিন আক্তার। পাশাপাশি কো–অর্ডিনেটর আশুরা ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা ঝরনা আবেদিন জিনিয়া এবং ইনচার্জ ফারমিন আহমেদ অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন। স্কুলের শিক্ষক, কর্মকর্তা ও স্টাফরা বিভিন্ন দায়িত্ব পালন করে অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। নাচ, গান, আবৃত্তি, নাটক ও ফ্যাশন শোতে শিশুদের প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। অভিভাবকরা শিশুদের এমন আত্মপ্রকাশ দেখে উৎসাহিত হন এবং বারবার করতালির মাধ্যমে প্রশংসা জানান।

অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। স্মার্ট কিডস ইন্টারেক্টিভ স্কুলের নতুন শাখা খুব শিগগিরই ঢাকার লালমাটিয়ায় যাত্রা শুরু করতে যাচ্ছে। কর্মকর্তারা জানান, অভিভাবকদের চাহিদা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই নতুন শাখা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া স্কুলের অন্যান্য অঙ্গসংস্থার সিনিয়র ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও বর্ণিল হয়ে ওঠে।

দিনব্যাপী আয়োজনে অংশ নেওয়া অভিভাবকরা বলেন, এমন সাংস্কৃতিক আয়োজন শিশুদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পাঠ্যবইয়ের বাইরে এসে মঞ্চে দাঁড়ানো—এটি শিশুদের সাহসী ও আত্মবিশ্বাসী করে তোলে।

উদ্যোক্তাদের মতে, আগামী বছর আরও সমৃদ্ধ আয়োজনের পরিকল্পনা রয়েছে। তারা আশা প্রকাশ করেন, শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে স্মার্ট কিডস ইন্টারেক্টিভ স্কুল শিক্ষার্থীদের জন্য আরও অনুপ্রেরণাদায়ক পরিবেশ তৈরি করবে।

এমএএস