জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে। এই আসনে সরকারের সাবেক সচিব আব্দুল বারীকে ধানের শীষের প্রার্থী করায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন অপর মনোনয়নপ্রত্যাশী ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার অনুসারীরা। এরই জেরে রোববার (২৩ নভেম্বর) বিকেলে বারীর নিজ উপজেলা কালাইয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন মোস্তফার কর্মী-সমর্থকেরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট-২ আসনে অর্ধডজনেরও বেশি নেতা বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাবেক সচিব আব্দুল বারী এই আসনে দলীয় মনোনয়ন পান। দলীয় মনোনয়ন পাওয়ার পর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকেরা ফুঁসে ওঠেন। তারা দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মিছিল করেন।

সর্বশেষ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কালাই উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা। মিছিলটি কালাই পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালাই বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে উত্তেজিত নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে কালাই-মোকামতলা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। প্রায় ২০ মিনিট ধরে চলা এই অবরোধের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারীরা জানান, এই আসনে অতিথি পাখিকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি একজন সরকারি আমলা। গত ১৭ বছর তাকে এলাকায় দেখা যায়নি। ইঞ্জিনিয়ার গোলাম মোস্তাফা এই আসনের দলীয় সাবেক সংসদ সদস্য। তিনি দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন। তারা বারীর দলীয় মনোনয়ন বাতিল করে গোলাম মোস্তফাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধে নেতৃত্ব দেন কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবতাদুল হক। তিনি বলেন, আমরা বারীর মনোনয়ন বাতিল করে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে দেওয়ার দাবি করছি। ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা একজন ত্যাগী নেতা।

আক্কেলপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, আমরা ডিসি স্যারকে (আব্দুর বারী) রাজপথে দেখিনি। এমনকি কোনো ভোটার বা নেতাকর্মী উনাকে চেনেন না। আমরা তার মনোনয়ন প্রত্যাহার করে যিনি ১৭ বছর কালাই, ক্ষেতলাল, আক্কেলপুরকে ঐক্যবদ্ধভাবে ধরে রেখেছিল, যার অক্লান্ত পরিশ্রমে এই আসন উর্বর মাটিতে পরিণত হয়েছিল সেই পরীক্ষিত ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে ধানের শীষের প্রার্থী দেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির দলীয় প্রার্থী আব্দুল বারী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিটিংয়ে বলেছেন যাকেই নমিনেশন দেওয়া হবে আমরা তার পক্ষেই কাজ করবো। উনি (গোলাম মোস্তফা) উনার ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য কি করছেন- সে ব্যাপারে মন্তব্য করা কঠিন। যাদের উনি পাঠিয়েছে (বিক্ষোভে) তাদের কেউই দলের নেতাকর্মী নয়, তারা বহিরাগত। তাদের নিয়ে এসে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এর সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই।

অন্যদিকে দলীয় মনোনয়ন বঞ্চিত ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, আমি দলীয় মনোনয়ন পাইনি, এটা দলের তৃণমূলের নেতাকর্মীরা মানতে পারছেন না। বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের বিষয়ে কেউ আমাকে অবগত করেননি।

কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, এটা রাজনৈতিক কর্মসূচি। আমরা নিবৃত্ত করার চেষ্টা করেছি।

চম্পক কুমার/আরএআর