পার্বত্য জেলা বান্দরবানে বম নৃ-গোষ্ঠীর ২৬টি পরিবারকে নিরাপত্তার আশ্বাস ও খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান জোন। ২০২৩ সালের মে মাসে সংঘাতের সময় এই পরিবারগুলো সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল, সম্প্রতি তারা ফিরে এসেছে।

২৬ নভেম্বর বুধবার বান্দরবান সদর উপজেলার ভলিবল গ্রাউন্ড মাঠে প্রত্যাবর্তনকারী এই ২৬টি পরিবারের সদস্যদের মধ্যে রসদ বিতরণ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি।

অনুষ্ঠানে বম পরিবারগুলোর উদ্দেশে লেফটেন্যান্ট কর্নেল হুমায়ূন রশীদ বলেন, “আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম,আপনাদের পরিচিত যেসব বম পরিবার নিজ এলাকায় ফেরত আসতে চায়,স্বাভাবিক ভাবে জীবনযাপন করতে চায় তাদেরকে পুনর্বাসন করার দায়িত্ব সেনাবাহিনীর।যে সকল বম পরিবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তারা নিকটস্থ সেনা ক্যাম্পে যোগাযোগ করে অথবা কারো মাধ্যমে সরাসরি আমার সাথেও যোগাযোগ করবেন,মনে কোন দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না।”

তিনি জানান, বান্দরবান সেনা জোন জেলার পিছিয়ে পড়া সকল জনসাধারণের জীবনমানের উন্নয়নে কাজ করছে,নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জেলায় সকল ধর্মের জাতিগোষ্ঠীর মাঝে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর, বান্দরবান জোন কাজ করবে।আগামীতেও সেনা জোনের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

জোন কমান্ডার বলেন,  “বান্দরবান পার্বত্য জেলায় আমি টানা চতুর্থ বারের মতো চাকরি করছি,এই অঞ্চলের মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। আমি চাইনা আপনাদের কোন পরিবার খারাপ অবস্থানে থাকুক,আপনাদের যেকোন সমস্যায় বান্দরবান সেনা জোন আপনাদের পাশে থাকবে।”

অনুষ্ঠানে সেনা জোনের উদ্যোগে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি লবণ, ৫ কেজি ভোজ্য তেল, ৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ করে প্রদান করা হয়।

সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর এ এস এম মাইদুল ইসলাম পিপিএম সহ সেনা কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং প্রত্যাবর্তন করা বম পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

মোঃ শহীদুল ইসলাম/এসএমডব্লিউ