জুলাই হত্যা মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যে’ জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফের পদ স্থগিত এবং তার ছেলে মশিউর রহমানকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি।

২৮ নভেম্বর পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে এর আগে গত ২১ অক্টোবর সিদ্ধান্ত নেওয়া হলেও বিষয়টি দীর্ঘদিন দলীয় নেতাকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়নি।

পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় সদর উপজেলা বিএনপির সদস্য ও মাদারবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার ছেলে সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমানকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযোগ ও দলীয় সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনে ঢাকায় নিহত পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আবু রায়হানের মৃত্যুর পর মামলা ও আসামিদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আবু হানিফ ও তার ছেলে মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলা বিএনপি তদন্ত শুরু করে। পরে অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তারা কোনো গ্রহণযোগ্য উত্তর দিতে পারেনি। ফলে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে জেলা বিএনপি।

এ বিষয়ে অভিযুক্ত দুই নেতার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জুলাই আন্দোলনের একজন শহিদকে নিয়ে এমন মামলা বাণিজ্যের ঘটনা বর্তমানে পটুয়াখালীর রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এআরবি