পাবনায় পুলিশের মাস্ক আপ ক্যাম্পেইন
রাজশাহী বিভাগে করোনা সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাবনায় জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে জনসচেতনতামূলক মাস্ক আপ ক্যাম্পেইন। এ সময় পুলিশের পাশপাশি পাবনা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবকরা এতে অংশ নেন।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে শহরের এ আর কর্নারের সামনে আব্দুল হামিদ সড়কে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
বিজ্ঞাপন
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, করোনা প্রতিরোধে সরকার কর্তৃক যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মেনে চলার জন্য আমরা জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশ সদস্যরা মানুষকে সচেতন করছেন। করোনা থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব মেনে চলা, স্বাস্থ্য সচেতন হওয়া, ভালোভাবে মাস্ক পরার বিকল্প নেই।
তিনি আরও বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নির্দেশনা অমান্য করলে আইন প্রয়োগ করা হবে। আমরা চাই আইন প্রয়োগের আগেই পাবনাবাসী নিয়ম মেনে চলাচল করে করোনা প্রতিরোধে সহায়তা করবে। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি তাহলে করোনা প্রতিরোধ করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
ক্যাম্পেইনে জনগণের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং মাস্ক পরার নিয়ম জানানো হয়। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানানো হয়। কিছু সময় পর পর সকলকে হাত পরিষ্কার রেখে নিজেদের নিরাপদ রাখতে আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা।
কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৪ ঘণ্টায় বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর ১২টা পর্যন্ত ৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৮৬ জন। মারা গেছেন ২৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪৯ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন।
রাকিব হাসনাত/এমএসআর