চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও চারজন করোনায় মারা গেছেন। এ নিয়ে গত ৭২ ঘণ্টায় করোনা ইউনিটে মারা গেলেন ১১ জন। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শেরপুরের মনিরুজ্জামান (৫২), ময়মনসিংহ সদরের দীপক সাহা (৫০), ত্রিশালের সানিয়া আক্তার (১০) এবং নেত্রকোনার হরিন্দরা এলাকার মমতা তালুকদার (৫০)।

এদের মধ্যে মমতা তালুকদার করোনা ইউনিটের সাধারণ ওয়ার্ডে এবং বাকিরা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছেন ১৫৯ জন। এরমধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১১ জন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার ১১ দশমিক ৬৮ ভাগ।

উবায়দুল হক/এমএসআর