চাঁদপুর জেলা প্রশাসনের চারজন কর্মকর্তা শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের দুজন এবং উপজেলা প্রশাসনের দুজনকে এবারের শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। এরা হলেন- চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম, উচ্চমান সহকারী মো. সালাউদ্দিন আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও গোপনীয় শাখার কর্মকর্তা রাহে জান্নাত। 

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ক্রেস্ট এবং অন্যান্য পুরস্কার তুলে দিয়েছেন। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রসাশক (আইসিটি) ইমতিয়াজ হোসেন ও জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শরীফুল ইসলাম/আরএআর