আটক ছিনতাইকারীরা

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ১৮ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জুন) দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। তবে আটকদের কাছ থেকে কোনো কিছু উদ্ধার যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন- পাবেল (২৪), রুবেল (২৮), আপেল (৩২), বাপ্পী আহমেদ (২২), রাসেল (১৯), হৃদয় হোসেন (২০), মানিক (২০), জুয়েল (২৮), জসিম (২০), জুনু (৩৩), সাকিব (২০), রাজু আসলাম (২০), সানী (২৪), হৃদয় মিয়া (২০), শামীম (২২), ইউসুফ (২৪), রাকিব (২০) ও লিগানী (২৩)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায়। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আটকরা শহরে বিভিন্ন ছিনতাইয়ের ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজিজুল সঞ্চয়/আরএআর