সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার পুলিশ ক্যাম্পের সামনে বাস–ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস, সিলেট থেকে ছেড়ে আসা এলপিজি সিলিন্ডারবোঝাই ট্রাক ও একটি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং বাস ও ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমেই আহতদের নিরাপদে উদ্ধার ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর কাজ শুরু করি। ঘটনাস্থলে তিনটি যানবাহনের সংঘর্ষে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আমরা স্থানীয়দের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছি। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। প্রায় আধাঘণ্টা বন্ধ থাকার পর সড়ক পুরোপুরি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মাসুদ আহমদ রনি/আরকে