ভোটের মাঠে দুই হারুন : রাজবাড়ী-২ আসনে কাকে ভোট দেবেন ভোটাররা
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রাজবাড়ীর দুটি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে।
অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীও ঘোষণা করেছে তাদের প্রার্থীদের নাম। রাজবাড়ী-২ আসনের বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করার পর দেখা গেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম একই। বিষয়টি কাকতালীয় হলেও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
বিএনপি প্রথম ধাপে গত ৩ নভেম্বর ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করলেও সেখানে রাজবাড়ী-২ আসনের নাম ছিল না। পরে গত ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় ধাপের আরও ৩৬টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন। এ তালিকায় রাজবাড়ী-২ আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় হারুন অর রশীদ হারুনের নাম। তিনি জেলা বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক।
এর আগে, গত ২৬ মে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার এক কর্মপরিষদ সভায় রাজবাড়ী-২ আসনের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় হারুন অর রশীদের নাম। তিনি দীর্ঘদিন পাংশা উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জেলা সাংগঠনিক সম্পাদক।
বিজ্ঞাপন
দুই রাজনৈতিক দলের সংসদীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম একই হওয়ায় রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি, কালুখালী) এলাকায় ভোটারদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, নির্বাচনী প্রচারণা শুরুর পর একই নাম ভোটারদের মধ্যে বিভ্রান্তিরও সৃষ্টি করতে পারে।
এ বিষয়ে রাজবাড়ী-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হারুন অর রশীদ ওরফে হারুন মাস্টার বলেন, আগামী নির্বাচন এই আসনে খুব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ দুইটি রাজনৈতিক দলের প্রার্থীর নাম একই হওয়ায় ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ করছে।
বিএনপির প্রার্থী হারুন অর রশীদ বলেন, নাম এক হলেও দল যেহেতু ভিন্ন সেক্ষেত্রে ভোটাররা বিভ্রান্ত হবেন না। প্রত্যেকটি দল স্বাধীনভাবে তার নির্বাচনী প্রচারণা চালাতে পারবে।
এমজে