বাগেরহাটে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী আটক
বাগেরহাটের মোংলায় বিরল প্রজাতির তক্ষকসহ মো. খোকন হোসেন (৩০) নামের এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে মোংলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটক খোকন হোসেন মোংলার সেলিম হোসেনের ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তক্ষকসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
শেখ আবু তালেব/এমজে