চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের প্রচারণার সময় নিজের জমানো টাকা তুলে দিয়েছেন মমতাজ বেগম (৭০) নামে এক বৃদ্ধা। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর শহরের ১৪ নং ওয়ার্ডের মডেল টাউন দীঘিরপাড় এলাকায় উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।  

মমতাজ বেগম তার সঞ্চয়ের ১০ ও ২০ টাকার নোটের বান্ডেল নির্বাচনী কাজে খরচের জন্য শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে তুলে দেন। পরে তিনি বৃদ্ধা নারীর টাকা হাতে নিয়ে বলেন, ‘আমি টাকা পেয়েছি, আপনার কাছেই টাকাগুলো রাখেন।’ কিন্তু কিছুতেই মানতে রাজি হননি ওই বৃদ্ধা। শেষ পর্যন্ত শেখ ফরিদ আহমেদ মানিক তার টাকাগুলো গ্রহণ করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করেন। টাকা গ্রহণ করায় খুশি হয়ে বৃদ্ধা শেখ ফরিদ আহমেদ মানিকের মাথায় হাত দিয়ে দোয়া করেন।

অশ্রুসিক্ত কণ্ঠে মমতাজ বেগম বলেন, বাবা, এই টাকাগুলো আমি খুব কষ্টে জমাইছি। আপনি নির্বাচনী কাজে ব্যয় করবেন। আপনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে। তাই টাকাগুলো দিয়েছি। আপনি আমাদের পাশে থাকবেন এইটুকুই আশা।

শেখ ফরিদ আহমেদ মানিক বৃদ্ধা মমতাজ বেগমের হাতে হাত রেখে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের এই ভালোবাসাই আমার শক্তি। আমৃত্যু মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। চাঁদপুর-৩ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা ও উন্নয়ন বঞ্চিত অবস্থার পরিবর্তন করাই তার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের পাশে থেকে ন্যায়, উন্নয়ন ও সেবার নতুন অধ্যায় রচনা করতে চান তিনি।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আনোয়ারুল হক/আরএআর