চট্টগ্রামে ভাড়া বাসায় মিলল এপিবিএন সদস্যের ঝুলন্ত মরদেহ
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চক্রেসো আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৯)–এর সদস্য নাঈম বিশ্বাসের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে ওই বাসা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এপিবিএন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা জানান, নাঈম বিশ্বাসের মরদেহ ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ২৩ নভেম্বর চট্টগ্রামের চকবাজার থানার টয়লেট থেকে থানায় কর্মরত এএসআই অহিদূর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এমন মৃত্যুতে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
এমআর/এমটিআই