সবার সামনে কোপে যুবকের কব্জি বিচ্ছিন্ন
গাইবান্ধা সদরে প্রকাশ্য দিবালোকে ভয়াবহ হামলার শিকার হয়েছেন রুবেল মিয়া (২৫) নামে এক যুবক। ধারালো অস্ত্রের কোপে তার ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শাপলা মেল এলাকায় এ বর্বরোচিত ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
আহত রুবেল মিয়া পৌরসভার মহুরি পাড়ার বাসিন্দা ও ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মোশারফ নামে এক বন্ধুর সঙ্গে দেখা করতে শাপলা মিল এলাকায় যান রুবেল। এ সময় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মোশারফ ও রুবেলের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। ধারালো দেশীয় অস্ত্র দিয়ে প্রথমেই রুবেলের ডান হাতের কব্জিতে কোপ দেওয়া হয়। মুহূর্তেই কব্জিটি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর শরীরের বিভিন্ন স্থানে আরও আঘাত করে তাকে রক্তাক্ত করে তারা।
বিজ্ঞাপন
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে রুবেলকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রুবেলের সঙ্গে থাকা মোশারফ রহমানও হামলায় আহত হন। তিনি বলেন, “স্থানীয় বাবু মিয়ার সঙ্গে আমাদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই হামলা হয়েছে। তবে আমার বন্ধুর ওপর এভাবে নির্মম আক্রমণের কোনো যুক্তি নেই। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
রুবেলের বাবা মোকাব্বর মিয়া বলেন,“আমার ছেলেকে যারা এমন নির্মমভাবে পঙ্গু করে দিল, তাদের কঠোর শাস্তি চাই।”
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বিচ্ছিন্ন কব্জিটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রুবেলের বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
রিপন আকন্দ/এমটিআই