ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি থেকে যুগ্ম সদস্য সচিব সালেহ আহমেদ পদত্যাগ করেছেন।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে প্রকাশিত এনসিপির ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে সালেহ আহমেদকে রাখা হয়েছিল। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তিনি আনুষ্ঠানিকভাবে একটি পদত্যাগ পত্র জমা দেন।

সালেহ আহমেদ জানান, তাকে না জানিয়ে এই পদ দেওয়া হয়েছে বলে তিনি পদত্যাগ করেছেন। এর আগে একই অভিযোগ তুলে এই কমিটির সদস্য রনি মোল্লা পদত্যাগ করেন।

সালেহ আহমেদপদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, “আমি ডাক্তার সালেহ আহমেদ শুভ। বর্তমানে ফরিদপুরে চিকিৎসক হিসেবে কর্মরত আছি। গত ৮ ডিসেম্বর তারিখে ঘোষিত জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা কমিটিতে আমাকে যুগ্ম সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে—যা সম্পর্কে আমি পূর্বে অবগত ছিলাম না এবং এ বিষয়ে আমার সঙ্গে কোনো প্রকার আলোচনা বা সম্মতি গ্রহণ করা হয়নি।”

তিনি লেখেন, “আমি স্পষ্টভাবে উল্লেখ করতে চাই যে, আমি কখনোই জাতীয় নাগরিক পার্টি কিংবা এনসিপি-সংক্রান্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। অতএব, আমাকে দেওয়া উক্ত পদটি গ্রহণ করার কোনো সুযোগ বা ইচ্ছা আমার নেই। আমি জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।”

সালেহ আহমেদ বলেন, আমাকে কিছুই না জানিয়ে পদ দেওয়া হয়েছে, যা আমি ফেসবুকে দেখেছি। এ বিষয়ে আমি কিছুই জানতাম না। ফেসবুকে পদ পাওয়ার বিষয়টি জানার পর আমি আমার পদত্যাগপত্রও ফেসবুকে প্রকাশ করেছি।

এনসিপির ফরিদপুর জেলা নবঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইফ হাসান খান সাকিব বলেন, আমরা সালেহ আহমেদের পদত্যাগপত্র এখনও হাতে পাইনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এ দেখে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন, তাকে না জানিয়ে পদ দেওয়ায় তিনি পদত্যাগ করেছেন। উনাকে (সালেহ আহমেদ) না জানিয়ে কমিটিতে পদ দেওয়ার কথাটি সঠিক নয়। কারণ পদ পাওয়ার জন্য তিনি গুগল ফর্ম পূরণ করেছেন, যার প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে। এখানে মিথ্যাচারের কোনো সুযোগ নেই।

প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আগে এই কমিটির ৬ নম্বর সদস্য রনি মোল্লা পদত্যাগ করেন। নবঘোষিত কমিটিতে হাসিবুর রহমান অপু ঠাকুরকে আহ্বায়ক ও সাইফ হাসান খানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কমিটি অনুমোদনে স্বাক্ষর করেন এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের দুই নেতা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন। তাদের যৌথ স্বাক্ষরের মাধ্যমে ফরিদপুর জেলা কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।

জহির হোসেন/আরকে