আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, সদর, আটোয়ারী) আসনে শাপলা কলি প্রতীকে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ আসনে দলটির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। এসময় প্রথম ধাপের দলীয় ১২৫ প্রার্থীর তালিকাও প্রকাশ করা হয়। পঞ্চগড়ের দুইটি আসনের মধ্যে একটি আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

এনসিপির এই ঘোষণার মধ্য দিয়ে পঞ্চগড়-১ আসনে নির্বাচনী হাওয়া আরও জোরদার হয়েছে। ইতোমধ্যে একই আসনে বিএনপি ও জামায়াতও তাদের প্রার্থী প্রাথমিকভাবে নির্ধারণ করেছে।

এদিকে পঞ্চগড়-১ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হয়েছেন জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন।

তিন রাজনৈতিক দলের সক্রিয় প্রস্তুতি এবং প্রার্থীদের মাঠে তৎপরতা বাড়ায় পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। স্থানীয় ভোটাররাও ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, প্রতিশ্রুতি ও গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা শুরু করেছেন।

নুর হাসান/আরকে