বঙ্গবন্ধু সেতু পশ্চিমে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ট্রাকচাপায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুন) সকালে সদর উপজেলার সয়দাবাদ শিল্প পার্ক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আমিনুল ইসলাম সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের সাটিকাবাড়ী গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিনা আরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে শিল্প পার্ক অফিসের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন আমিনুল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আমিনুল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
শুভ কুমার ঘোষ/এসপি
বিজ্ঞাপন