সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ট্রাকচাপায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুন) সকালে সদর উপজেলার সয়দাবাদ শিল্প পার্ক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

আমিনুল ইসলাম সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের সাটিকাবাড়ী গ্রামের বাসিন্দা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিনা আরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে শিল্প পার্ক অফিসের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন আমিনুল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আমিনুল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

শুভ কুমার ঘোষ/এসপি