টাঙ্গাই‌লে ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে জেলা আওয়ামী লী‌গের সহসভাপ‌তি এম এ র‌কিব শামী‌মের মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (২৫ জুন) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম খান জানান, জ্বর, কাশি, শরীর ব্যথা হলে তিনি ১৮ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ২০ জুন তার করোনা পজিটিভ আ‌সে। প‌রে ২২ জুন তাকে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ জুন) সকালে তিনি মারা যান। বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এ‌দি‌কে আওয়ামী লীগ নেতার মৃত্যুতে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রাইফেল ক্লাবের সভাপতি ড. মো. আতাউল গনি গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জেলা সি‌ভিল সার্জন কার্যালয় সূ‌ত্রে জানা গে‌ছে, গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনের নমুনা পরীক্ষা করে ১২৬ জনের শরী‌রে ক‌রোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮৪৫ জন এবং মারা গেছেন ১০৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, করোনাভাইরাস রো‌ধে মঙ্গলবার (২২ জুন) থেকে টাঙ্গাইল ও কালিহাতীর এলেঙ্গা পৌরসভা এলাকায় এক সপ্তাহের ক‌ঠোর বি‌ধি‌নি‌ষেধ চলছে। এ ছাড়া শুক্রবার (২৫ জুন) থেকে কালিহাতী পৌরসভায় কঠোর বিধিনিষেধ ঘোষণা ক‌রে সে‌টি বাস্তবায়নে প্রশাসন মাঠে কাজ করছে।

অভিজিৎ ঘোষ/এসপি