চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন আর নেই
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মইনুদ্দীন মন্ডল
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মইনুদ্দীন মন্ডল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আরিফুর রেজা ইমন। তিনি বলেন, মইনুদ্দীন মন্ডল
কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাঁচ দিন ধরে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
বিজ্ঞাপন
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন জানান, শুক্রবার (২৫ জুন) মাগরিবের নামাজ শেষে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা হবে। পরে মৃধাপাড়া গোরস্থানে মরদেহ দাফন করা হবে।
মইনুদ্দীন মন্ডলের মৃত্যুতে শোক জানিয়েছেন- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা. শামিল উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সৈয়দ নজরুল ইসলাম, ডা. গোলাম রাব্বানী, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তাফা, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, আ.লীগ নেতা মোখলেসুর রহমানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন মন্ডল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতীয় শ্রমিকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ছাড়াও ছাত্রজীবনে তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের ভিপি ও জিএস এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
জাহাঙ্গীর আলম/এসপি