বাড়িতে এসেছেন নেতা, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
দীর্ঘদিন পর গ্রামের আপন ঠিকানায় এসেছেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। হঠাৎ নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
শুক্রবার (২৫ জুন) বেলা ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মহনপুর ইউনিয়নে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া তার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।
বিজ্ঞাপন
মহামারি করোনাভাইরাসের কারণে তিনি দলীয় নেকার্মীদের সঙ্গে কোনো কর্মসূচি পালন করেননি। তবে কর্মসূচি না থাকলেও মায়া এসেছেন এমন খবরে শতশত নেতাকর্মী ছুটে আসেন তার সঙ্গে দেখা করার জন্য। করোনার কারণে তিনি স্বল্প পরিসরে তাদের সঙ্গে কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নাতি ছাত্রলীগ নেতা মাহি চৌধুরী বলেন, দাদা প্রায় দেড় দুই মাস পর বাড়িতে এসেছেন। মূলত পরিবারের সকলের সঙ্গে দেখা করতে তিনি এসেছেন। আমাদের নির্ধারিত কোনো কর্মসূচি ছিল না। করোনার কারণে আমাদের সভা-মিটিং আপাতত বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ঈদের পর আমরা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করব।
বিজ্ঞাপন
শরীফুল ইসলাম/আরএআর