মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ না পেয়ে ৩৩ হাজার ভোল্টেজের বিদ‌্যু‌তের খুঁটিতে উঠে নিজেকে শেষ করে দিলেন কু‌ড়িগ্রা‌মের নাগেশ্বরীর শিক্ষার্থী নিয়ামুল ইসলাম নীরব। রোববার (১৪) সন্ধ্যায় রংপুরের এক‌টি ছাত্রবাস থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে বিদ‌্যু‌তের খুঁটিতে উঠে মেইন তারে শরীর ছেড়ে দেন তিনি। এ সময় তার পুরো শরীর পুড়ে মাটিতে পড়ে যায়।

নীরবের বাড়ি নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকায়। তার বাবা এরশাদুল হক ও মা নুরুন্নাহার বেগম দুজনেই শিক্ষকতা করেন। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর শহরের লালবাগ এলাকার নুর ছাত্রাবাসে থাকতো নিয়ামুল ইসলাম নীরব। সেখানে থেকে কোচিং করে এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেন। রোববার বিকেলে ফলাফল প্রকাশ হলে মেডিকেলে সুযোগ না পাওয়ায় পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ ক‌রে দেন। প‌রে মেস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শহরের বালাপাড়া এলাকায় গিয়ে ৩৩ হাজার ভোল্টেজের বিদ‌্যু‌তের খুঁটির ওপর উঠে নিজের শরীর ছেড়ে দেন এই শিক্ষার্থী। এতে বৈদ্যুতিক শকে তার সারা শরীর পুড়ে মাটিতে পড়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নীরবের চাচা আক্কাস আলী বলেন, আমার ভাতিজা বিদ্যুৎতের খুঁটিতে উঠলে তার শরীরের বিভিন্ন অংশে পুড়ে যায়। পরে আমরা  শুনতে পাই সে মারা গেছে। আজ সোমবার সন্ধ্যার পর তাকে জানাযা শেষে দাফন করা হয়েছে। 

বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান আলী বলেন, মৃত্যুর বিষয়টি শুনেছি। আজ সন্ধ্যার পর তাকে দাফন করা হয়েছে। 

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, বিষয়‌টি জানা নেই, এ রকম মে‌সেজ পাইনি। 

মমিনুল ইসলাম বাবু/আরএআর