ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২২টি দেশীয় অস্ত্র ও ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহানুর সরকার (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরচারতলা ইউনিয়নের চরচারতলা গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

শাহানুর ওই গ্রামের মৃত মোস্তফা সরকারের ছেলে।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, সন্ধ্যায় চরচাতলা গ্রামে বিশেষ অভিযানে যায় পুলিশ। অভিযান চলাকালে বেশ কয়েকটি চাইনিজ কুড়াল, রামদা, ছোরাসহ ২২টি দেশীয় বিভিন্ন অস্ত্র, ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ হাজার ৪০০ টাকাসহ শাহানুরকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজিজুল সঞ্চয়/এসপি