দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ধনতলা এলাকার তার বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। 

জানা যায়, সম্প্রতি সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে খালিদ মাহমুদকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে জঙ্গি আখ্যায়িত করতে দেখা যায়। এনিয়ে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন দেয়। 

অপরদিকে একই সময়ে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আসলামের বাড়িতেও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বোচাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার শরিফুল ইসলাম বলেন, রাত সোয়া ৮টার দিকে সাবেক মেয়র আসলামের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে আমরা সেখানে পৌঁছাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় । বাড়িতে থাকা মালামাল পুড়ে গিয়েছে, তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

বিআরইউ