কক্সবাজারে যুবদলের দুই নেতাকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৫
কক্সবাজারের উত্তরণ আবাসিক এলাকায় যুবদল নেতা সাইফুল ও ফারুককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার মিরজিরি এলাকার মাতামুহুরি রিভার ভিউ রিসোর্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে তারা ওই রিসোর্টে পর্যটক সেজে আত্মগোপনে ছিলেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তাররা হলেন—কামরুল হাসান বাবু (২৬), ইমরান উদ্দিন খোকা ওরফে আরিয়ান খোকা (২৫), আব্দুল কাইয়ুম (৩৩), মো. সাকিব (২০) এবং মাসুদ হাসান বকুল (১৮)। তাদের সবার বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন ঢাকাপোস্টকে বলেন, ‘রাতেই গ্রেপ্তারদের থানায় নিয়ে আসা হয়েছে, আইনিপ্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’
বিজ্ঞাপন
গত ৯ ডিসেম্বর রাতে শহরের কলাতলী এলাকা থেকে মোটরসাইকেলে বাস টার্মিনালের দিকে যাওয়ার সময় উত্তরণ আবাসিক এলাকায় পৌঁছালে পেছন থেকে একাধিক মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা যুবদল নেতা সাইফুল ও ফারুককে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই বিষয়টি ঢাকাপোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ইফতিয়াজ নুর নিশান/বিআরইউ