ধর্ষণের ২ মাস পর মামলা, আ.লীগ নেতা গ্রেফতার
গ্রেফতার আ.লীগ নেতা ইব্রাহিম দেওয়ান (বামে) ও তার সহযোগী বকুল হোসেন
নাটোরের নলডাঙ্গায় ভিজিএফের কার্ড দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বাঁশভাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে শুক্রবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে ওই নারী নলডাঙ্গা থানায় আওয়ামী লীগ নেতা ও তার দুই সহযোগীসহ তিনজনের নামে একটি ধর্ষণ মামলা করেন।
বিজ্ঞাপন
গ্রেফতার আওয়ামী লীগ নেতার নাম ইব্রাহিম দেওয়ান। তিনি উপজেলার পিপরুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাঁশভাগ পূর্বপাড়ার বাসিন্দা। গ্রেফতার আরেকজন হলেন-একই এলাকার আবেদ আলীর ছেলে বকুল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহিম দেওয়ানের নামে এলাকায় সালিশের নামে প্রতারণা, ছিনতাই, সুদ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কলিম উদ্দিন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ভিজিএফ ও ভিজিডি কার্ড দেওয়ার নামে ইব্রাহিম দেওয়ান যে নোংরামী করেছেন তা ক্ষমার অযোগ্য এবং শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় তিনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাই এ ব্যাপারে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মৃধা বলেন, ২০২০ সালের ৩ অক্টোবর বিকেলে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ওই গৃহবধূকে ভিজিএফের কার্ড করে দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নেন ইব্রাহিম। পরে ওই নারীকে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন তিনি। এ সময় তার দুই সহযোগী বকুল ও রেজাউল ধর্ষণের দৃশ্য ভিডিও করেন।
তিনি আরও বলেন, ঘটনাটি যাতে কেউ না জানে সেজন্য ইব্রাহিম তাকে ভয় দেখান ও নজরদারিতে রাখেন। এমনকি স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে দুই মাস পর (৮ জনুয়ারি) শুক্রবার রাতে নলডাঙ্গা থানায় ওই নারী বাদী হয়ে ইব্রাহিম, বকুল হোসেন ও রেজাউল করিমকে অভিযুক্ত করে একটি মামলা করেন।
ওসি আরও বলেন, এ মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম ও বকুলকে গ্রেফতার করে। শনিবার (৯ জানুয়ারি) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। অপর আসামি একই গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে রেজাউলকে গ্রেফতারে অভিযান চলছে।
এসপি