পাবনায় প্রতিবন্ধী শিশুকে বলাৎকারের অভিযোগে আটক ১
পাবনার চাটমোহর উপজেলায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে (১২) বলাৎকারের অভিযোগে সত্য নারায়ণ সরকার (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ তাকে আটক করে।
আটক সত্য নারায়ণ সরকার উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছোট গুয়াখড়া গ্রামের টানমোড় গ্রামের সুরেশ সরকার ওরফে বোচা সরকারের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় একই গ্রামের বাকপ্রতিবন্ধী এক শিশুকে ময়দানের পুকুরপাড়ে আমগাছের নিচে বলাৎকার করছিলেন সত্য নারায়ণ সরকার। এ সময় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সত্য নারায়ণ সরকারকে আটক ও শিশুটিকে উদ্ধার করে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ঢাকা পোস্টকে জানান, খবর পেয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার ও জড়িত ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। শিশুর ডাক্তারী পরীক্ষা করানোর পাশাপাশি জবানবন্দি নেওয়া হবে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
এনএ