নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিখোঁজের একদিন পর নিজ বাড়ির পেছনের একটি গলি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির বয়স ১৩ বছর। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে- মৃত্যুর আগে সে যৌন নিপীড়নের শিকার হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা গ্রামের একটি ভাড়াবাসার সামনের গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রোববার (২১ ডিসেম্বর) দুপুরের পর থেকে শিশুটি নিখোঁজ ছিল।

শিশুটি স্থানীয় দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরের পর বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও মেয়েটি আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়ি ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে স্থানীয়রা গলির রাস্তায় এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক পর্যবেক্ষণে নিহত শিশুটির মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, শিশুটি মৃত্যুর আগে যৌন নিপীড়নের শিকার হয়ে থাকতে পারে। বিষয়টি মাথায় রেখে তদন্ত এগোচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

মেহেদী হাসান সৈকত/আরএআর