তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবে ১৪০ বাস
২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে সিরাজগঞ্জ জেলা বিএনপি ১৪০টি বাস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ভাড়া করেছে।
এই ১৪০টি বাসের মধ্যে জেলা সদর উপজেলা থেকেই যাবে ৬০টি বাস। এছাড়া বাকি ৮টি উপজেলা থেকে ১০টি করে মোট আরও ৮০টি বাস সেদিন ঢাকায় যাবে। পাশাপাশি ২৫ ডিসেম্বর সকাল ৬টায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনও ভাড়া করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। এই ট্রেনে প্রায় আড়াই হাজার বিএনপি নেতাকর্মী ঢাকায় যেতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২৪ ডিসেম্বর (বুধবার) রাত ১১টায় সিরাজগঞ্জ জেলা শহরের মালশাপাড়া কবরস্থান এলাকায় ৬০টি বাস প্রস্তুত থাকবে। এসব বাস রাত ১১টার মধ্যেই নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। উপজেলার বাসগুলো পৌরসভা ও ইউনিয়নভেদে নিজ নিজ এলাকা থেকে সুবিধাজনক সময়ে রওয়ানা হবে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ ঢাকা পোস্টকে বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ২ হাজার ৫০০ জন যাবে। ১৪০টি বাসের প্রতিটিতে ৭০ জন করে যাত্রা করবে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে ন্যূনতম ১০০টি মাইক্রোবাসে আরও ১ হাজার জন এবং আলাদাভাবে আরও ২ হাজার বিএনপি নেতাকর্মী সিরাজগঞ্জ জেলা থেকে সেদিন ঢাকায় যাবে। সব মিলিয়ে প্রায় ১৬ হাজার নেতাকর্মী যাবে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ঢাকা পোস্টকে বলেন, তারেক রহমানকে একনজর দেখার জন্য ইতোমধ্যে সিরাজগঞ্জের নেতাকর্মীরা দলে দলে ঢাকায় যেতে শুরু করেছেন। প্রতিটি নেতাকর্মীর মধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
তিনি আরও বলেন, আমি সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বার্তা দিয়েছি- কোনো নেতাকর্মী মাস্ক বা হেলমেট পরতে পারবেন না। এছাড়াও বাসে ওঠার সময় কিংবা দাঁড়িয়ে থাকা অবস্থায় পাশের মানুষটি কে, সেটি দায়িত্বশীল নেতাকর্মীরা নিশ্চিত করবেন।
নাজমুল হাসান/এআরবি