এনসিপি নেতাকে গুলি, কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিজিবির বিশেষ চেকপোস্ট
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক ও শ্রমিক উইংয়ের বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
অপরাধীরা যাতে সীমান্ত পার হয়ে দেশত্যাগ করতে না পারে, সে জন্য নজরদারি ও পাহারা জোরদার করেছে ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
বিজ্ঞাপন
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুরের গাংনী সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নজরদারি নিশ্চিত করতে নতুন চেকপোস্ট স্থাপন করেছে। কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোট আটটি বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজিবি জানায়, নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত এলাকায় টহল কার্যক্রম দ্বিগুণ করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির মাধ্যমে দুষ্কৃতকারীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ‘এই জঘন্য অপরাধে জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর বিজিবির নির্দেশনায় সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
রবিউল আলম ইভান/বিআরইউ