কুড়িগ্রামে দুই ইটভাটা মালিককে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের উলিপুরে পরিবেশ আইন অমান্য করায় দুটি ইটভাটার মালিককে মোট ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এই দণ্ড দেওয়া হয়।
এর মধ্যে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া মাটি সংগ্রহের অপরাধে উপজেলার গোড়াই রঘুরায় এলাকায় অবস্থিত ‘মেসার্স এসএম ব্রিকস’কে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আঠারো পাইকার এলাকার ‘মেসার্স এনএম ব্রিকস’কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
জরিমানা আদায়ের পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকা পর্যন্ত ভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। অভিযানে জেলা পুলিশের একটি দল ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
মমিনুল ইসলাম বাবু/বিআরইউ