খাগড়াছড়ি থেকে ঢাকায় যাচ্ছেন ১০ হাজারের বেশি বিএনপি নেতাকর্মী
দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতেও বিরাজ করছে ব্যাপক উৎসব ও উদ্দীপনা। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে খাগড়াছড়ি জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা জানিয়েছেন, সড়কপথে বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এ উপলক্ষে ইতোমধ্যে যাত্রার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বিজ্ঞাপন
খাগড়াছড়ি জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু ঢাকা পোস্টকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবরে জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে খাগড়াছড়ি জেলা যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিট গত ২২ ডিসেম্বর আনন্দ মিছিল করেছে। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেক নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন। আজ ও আগামীকাল বাকি নেতাকর্মীরাও ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার জানান, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের খবরে দলের নেতাকর্মীরা অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা থেকে অনেক নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন। উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ২৪ ডিসেম্বর রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। খাগড়াছড়ি জেলা থেকে অন্তত ১০ থেকে ১৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন বলে আমরা আশা করছি।
বিজ্ঞাপন
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাস, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহন ব্যবহারের জন্য নেতাকর্মীরা আগাম প্রস্তুতি গ্রহণ করেছেন। পরিবহন সংকট এড়াতে দলীয় উদ্যোগে যানবাহন রিজার্ভ করা হয়েছে।
এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের লাইন নিয়ন্ত্রক মো. শাহেদুল ইসলাম জানান, ইতোমধ্যে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকায় যাওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা প্রায় ২৫টি বাস রিজার্ভ করেছেন। আজকের মধ্যে এ সংখ্যা আরও বাড়তে পারে।
সব মিলিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে খাগড়াছড়িতে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, যা দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করছে।
মোহাম্মদ শাহজাহান/এআরবি