নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জ থেকে দেশের মোট জিডিপির প্রায় ৮ শতাংশ আসে। অথচ দুঃখজনকভাবে এখনো নারায়ণগঞ্জকে ‘বি’ ক্যাটাগরির জেলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আমরা চাই নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে দেখতে। এ লক্ষ্য অর্জনে নারায়ণগঞ্জের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে একটি স্বতন্ত্র প্রশাসনিক কাঠামোর আওতায় আনতে ‘নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ’ নামে একটি বোর্ড গঠনের প্রয়োজন রয়েছে। যেখান থেকে নারায়ণগঞ্জ পরিচালিত হবে। আমরা অন্য কারও নিয়ন্ত্রণে থাকতে চাই না। 

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জ থেকে যে পরিমাণ রাজস্ব ও ট্যাক্স প্রদান করা হয়, তার ভিত্তিতে এটি অবশ্যই একটি মেট্রোপলিটন সিটি হওয়া উচিত। নারায়ণগঞ্জকে একটি পূর্ণাঙ্গ মেট্রোপলিটন সিটিতে রূপান্তর করতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি স্বপ্নের নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মুজিবুর রহমান, বিকাশ চন্দ্র সাহা, আহমেদুর রহমান তনুসহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান।

মেহেদী হাসান সৈকত/আরএআর