দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় আয়োজিত সংবর্ধনায় যোগ দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চাঁদপুর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। জেলা সদর, হাইমচর,ফরিদগঞ্জ, কচুয়া, শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ,মতলব উত্তর উপজেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দলীয় সূত্রে জানা গেছে, কচুয়া, শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ,মতলব উত্তর উপজেলার তৃণমূল নেতাকর্মীরা ইতোমধ্যে  গণপরিবহনে ও ব্যক্তিগত উদ্যোগে ঢাকায় রওনা হয়েছেন। কেউ কেউ আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়-স্বজনের বাড়ি কিংবা হোটেলে অবস্থান নিচ্ছেন। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে,লঞ্চ ৭টি যোগে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা থেকে সবচেয়ে বড় বহর ঢাকার উদ্দেশে রওনা হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ফরিদগঞ্জ উপজেলা থেকে লঞ্চ ও সড়ক পথে  ঢাকার উদ্দেশে রওনা হবে।

চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার বলেন, আমাদের নেতাকর্মীরা উৎফুল্ল। দীর্ঘ সময় পর তারেক রহমান দেশে ফিরছেন- এ জন্য ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। এটি আমাদের দলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সারাদেশে বিএনপি নেতাকর্মীরা ইতোমধ্যে সংবর্ধনা ও স্বাগত আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। ইতিপূর্বে আমাদের একটি টিম ঢাকায় গিয়েছে। চাঁদপুর থেকে ৭টি লঞ্চ ও সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবে অনেকে। মূলত ২৪ ডিসেম্বর দুপুর থেকে  ঢাকার উদ্দেশে রওনা হবে।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম ঢাকা পোস্টকে বলেন, চাঁদপুর জেলা থেকে কমপক্ষে ২৫-৩০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। তবে লঞ্চ যোগে চাঁদপুর সদর থেকে ৭ হাজার নেতাকর্মী যাবেন।  এছাড়াও বাস ও মাইক্রোবাস বা নিজ উদ্যোগে জেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

আনোয়ারুল হক/আরএআর